আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায় দাবি করে বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুনামগঞ্জের সাল্লায় নববি গ্রামে হিন্দু
ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ দায়ী।
বৃহস্পতিবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেন।
বিএনপির মহাসচিববলেন, সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হচ্ছে।
অথচ এই সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।
বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও
দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের জনগণ এখন ভয়ংকর দুঃসময়ের
মধ্যে দিনাতিপাত করছে। এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। সরকার
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। সরকার
বিরোধী মত ও দলের নেতাকর্মীদের দমন ও নির্যাতনে ব্যস্ত থাকায় সাধারণ মানুষের জানমালের
নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ উদাসীন। আর এজন্য একের পর এক নিরীহ মানুষের ওপর হামলা,
নির্যাতন ও জুলুম অব্যাহত রয়েছে।
সাল্লায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। সেই সঙ্গে
অবিলম্বে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির জোর দাবি
জানান। দেশের সব সম্প্রদায়কে যে কোনও উসকানির মুখে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য
বিনষ্টকারী দুস্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান ।
এমকে