পাবনার চাটমোহরে আগুনে সহোদর দুই ভাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দু’টি বসতঘর, একটি রান্না ঘর, ফসলাদিসহ বসতঘরে থাকা বেশিরভাগ আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে এ দুর্ঘটনায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, ক্ষতির পরিমাণ এর চেয়ে বেশি। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ছাইকোলো দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আব্দুল আলিম সরকার ও তার ভাই শহিদুল সরকার। আব্দুল আলিম পেশায় চাকুরে আর শহিদুল ইসলামের সংসার চলে ভ্যান চালিয়ে।
ভুক্তভোগীদের স্বজনদের একজন ও নেটিজেন পুস্প সরকার জানান, দুপুরের দিকে শহিদুল ইসলামের বাড়িতে খড়ির চুলায় রান্না চলছিল। সেই চুলা থেকেই আগুনের সুত্রপাত হয়। জুম্মার নামাজের কারণে এ দুর্ঘটনার সময় বেশিরভাগ পুরুষ বাড়িতে ছিলেন না। তাই বসতঘর থেকে কোনো কিছু বের করা যায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আব্দুল আলিম, স্বামী-স্ত্রী তারা দুজনেই চাকরি করেন। তাদের ঘরে আসবাবপত্র বেশি ছিল। আর শহিদুলের বাড়িতে যা কিছু ছিল, সবই পুড়ে গেছে।
ওদিকে ফায়ার সার্ভিস অফিস থেকে জানা গেছে, তাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘর দুটি টিনের হওয়ায় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। তাদের হিসাবে ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে