পঞ্চগড়ে সৎ ভাইয়ের ছুরির আঘাতে দানেশ (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে (৪৩) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে দানেশ ও আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। শনিবার দানেশের বাড়িতে যায় আবু বক্কর সিদ্দিক। সেখানে জমি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে দানেশকে আঘাত করে অভিযুক্ত। এতে গুরুত্বর আহত হন তিনি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোদা থানার অফিসার ইন-চার্জ মো.মোজাম্মেল হক জানান, জমি নিয়ে বিরোধে এ ঘটনা। ধারালো ছুরি দিয়ে ওই ব্যক্তিকে কুপানো হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে