দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে তার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে এমনটাই জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। শনিবার (৩০ ডিসেম্বর) তিনি অভিযোগটি করেন। তিনি ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া- তুলারডাংগা এলাকায় ৩০ ডিসেম্বর ভোররাত ৪ টার মধ্যে নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার কর্মী, সমর্থক ওয়ার্ড কমিশনার হাসনাত হামিদুরের নেতৃত্বে দেশীয় অস্ত্র (রামদা) হাতে নিয়ে ট্রাক মার্কার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। সেই সঙ্গে পোস্টার ছিঁড়ে ফেলে ট্রাক প্রতীকের কর্মীদের ভয়ভীতিও প্রদর্শন করা হয়।
স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট জানান, ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আভিযোগ করা হয়েছে। আশা করছি, রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে লিখিত অভিযোগ হাতে পাননি বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে