মাস্ক পরতে জনগণকে উদ্বুদ্ধ করবে পুলিশ

১৯ মার্চ ২০২১

করোনা প্রতিরোধে মাস্ক পড়তে জনগণকে উদ্বুদ্ধ করবে বাংলাদেশ পুলিশ বাহিনী। এজন্য
২১ মার্চ থেকে দেশব্যাপী উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি।
কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।বৃহস্পতিবার
(১৮ মার্চ) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি
এবং পুলিশের নেওয়া নানা উদ্যোগের বিষয় জানাতেই এই সংবাদ সম্মেলন।
আইজিপি বলেন, এই কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে করোনার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক
ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করা। ঘরের বাইরে বের হলেই
মাস্ক ব্যবহার করতে হবে।
‘মাস্ক পরা অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পুলিশ এই কর্মসূচি পালন করবে
জানিয়ে আইজিপি বলেন, প্রথম ডোজ নিয়ে অনেকেই বেপরোয়াভাবে চলাফেরা করছেন।
স্বাস্থ্যবিধি মেনে চলাফেরায় অনীহা দেখা যাচ্ছে। এই ধরনের অনীহা থেকে বেরিয়ে এসে
প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সবাইকে। তা না হলে করোনাও ক্ষমা করবে না। তিনি বলেন,
নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাঁচি-কাশি
দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে সবাইকে। করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে স্বাস্থ্যবিধি মেনে
চলার কোনও বিকল্প নেই।
এমকে


মন্তব্য
জেলার খবর