ভোটারদের উৎসাহিত বা নিরুৎসাহিত কোনটাই করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ভোটদানের বিষয়ে ভোটারদের যেমন উৎসাহিত করতে পারবেন না, তেমনি নিরুৎসাহিত করতে পারবেন না কেউ। ভোটের দিন ভোটকেন্দ্র এলাকায় এ বিষয়ে কড়া নজরদারি রাখতে রিটার্নিং কর্মকর্তাদের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) এ সংক্রান্ত পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।

পরিপন্ত্রে আরো বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর আগে ভোটকেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দীর মধ্যে নির্বাচনী পোস্টার, হ্যান্ডবিল বা ঐরূপ কোনো প্রকার প্রচারপত্র সরিয়ে ফেলতে হবে। তাছাড়া কেউ যেন ভোটের জন্য ক্যানভাস না করতে পারেন, সেই দিকেও কড়া নজর রাখতে হবে।

 

বিডি২৪অনলাইন/ এন/এমকে


মন্তব্য
জেলার খবর