নীলফামারীতে নৌকার ভোট চাইলেন বিএনপি নেতা

নীলফামারী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- (ডোমার-ডিমলা ) আসনে  আওয়ামী লীগের প্রার্থীর জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান। সেইসঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় ভোট চাওয়ার পাশাপাশি এ ঘোষণা দেন। বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে স্থানীয় মাঠে এ সভায় মঞ্চে ছিলেন তিনি। মমিনুর রহমান বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এদিকে তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ বিরাজ করছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। তাকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন তারা। বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বলেন, তিনি কি কারণে নৌকার পক্ষে কাজ করবেন, সেটা তাকে প্রশ্ন করলে তিনিই ভালো বলতে পারবেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার দাবী জানাচ্ছি। জেলা বিএনপির সভাপতি মো. আলমগীর সরকার বলেন, দলীয় শূঙ্খলা ভঙের দায়ে তাকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে। মমিনুর রহমান বর্তমানে বিএনপির কেউ না।

মমিনুর রহমান বলেন, আমি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছি। নৌকার এমপি প্রার্থীর সাথে ভালো সম্পর্ক। উনি ভালো মানুষ। তাই নির্বাচনী প্রোগ্রামে গিয়ে নৌকায় ভোট চেয়েছি।

বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সাইদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও  বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায় প্রমুখ বক্তব্য দেন।

বিডি২৪ অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর