ভোটারের অংশগ্রহণ বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের অংশগ্রহণটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক . ইফতেখারুজ্জামান। তার মতে, ৭ জানুয়ারি দেশে একটি সাজানো আত্মঘাতীমূলক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে দেশে অনেক কিছুই হবে, একটি আত্মঘাতীমূলক প্রতিযোগিতায় নামছি আমরা।

এদিকে নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনবিরোধী প্রচারণার কারণে ৩০-৩৫ শতাংশ ভোটার নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষক ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)। তাদের মতে, মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।

শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় ব্র্যাক সেন্টারে এক ব্রিফিংয়ে টিআইবি নির্বাহী পরিচালক ও জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় দেশ-বিদেশি পর্যবেক্ষকদের বরাত দিয়ে ইএমএফের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বিষয়টি জানান।

. ইফতেখারুজ্জামান বলেন, অনেকেই ভোট দিতে যাবে না। ভোট দিতে না গেলেও তাদের হয়ত ক্ষমতাসীনদের নজরদারির মধ্যে পড়তে হবে। তবে সবকিছু আইনগতভাবেই হবে। নির্বাচনের মাধ্যমে একটি দলের ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। তিনি জানান, নির্বাচনের পর কিছুদিন প্রতিবাদ হবে। সাধারণ মানুষের মধ্যে অনেকেই ক্ষুব্ধ হবে। বিদেশি অংশীজনদের অনেকেই নাকোশ হবে। তারাও কিছুদিন প্রতিবাদ করবেন। এরপর সব ঠিক, স্বাভাবিক হয়ে যাবে। বিদেশি অংশীজনরাও ব্যবসায় চলে আসবে।

ইএমএফের চেয়ারম্যান বলেন, দলীয় সরকারের অধীনে প্রভাবমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে সেটি সরকার নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে। নির্বাচনের সার্বিক বিষয়ে তাদের ভূমিকা পর্যবেক্ষণ করছে দেশ-বিদেশের পর্যবেক্ষকরা।

কর্মশালায় বক্তারা জানান, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের উপর অনেকটাই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। বিদেশি বিভিন্ন রাষ্ট্রও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে৷  নির্বাচন যতই ভালো হোক, একটি পক্ষ সমালোচনা করেই যাবে। আবার খারাপ হলেও একটি পক্ষ সেটিকে ভালো বলবে। নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেটা স্বীকার করতে হবে।

কর্মশালায় বক্তব্য দেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ইলেকশন মনিটরিং কমিশনের পরিচালক ও সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, ডুয়েটের উপাচার্য ড. হাবিবুর রহমান প্রমুখ।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর