রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনের সেনাদের ভয়াবহ হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও একশ’র বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে এ হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি
বিবৃতিতে হামলা প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদের হামলায় ওলখা এবং চেক রিপাবলিকের তৈরি ভ্যাম্পায়ার রকেট ব্যবহার করেছে ইউক্রেন। রকেটগুলোর প্রায় সব ক’টি প্রতিহত করা হলেও কয়েকটি আঘাত হেনেছে। এতে ১২ জন প্রাপ্তবয়স্ক ও দুটি শিশু নিহত, ১০৮ জন আহত হয়েছেন।
রাশিয়া মনে করছে এর মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিয়েভ সরকার যে এ অপরাধ সংঘটিত করেছে, তারা যুদ্ধের সম্মুখভাগে নিজেদের পরাজয় আড়ালের চেষ্টা চালাচ্ছে। এ অপরাধের বিচার অবশ্যই হবে।
বিবৃতিতে বলা হয়েছে বলেছে, রুশ বাহিনী শুধুমাত্র ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা চালায়। তাদের এ হামলা অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একশ’র বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এরপরই রাশিয়ার বেলগোরোদ লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনও। হামলার দায় স্বীকার করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। বলছে, এ হামলায় সামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছিল। কিন্তু রুশ বাহিনীর ভুলে বেসামরিক মানুষ ক্ষতির শিকার হয়েছেন।
বিডি২৪অনলাইন/আই/এমকে