সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস পরাজয় এবং ৩২ রানের ব্যবধানে হেরেছে ভারত। এদিকে এ হারের দুঃখের মধ্যেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকেও বড় শাস্তি পেয়েছে রোহিত শর্মার ভারত। ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে মূল্যবান দুটি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের। আইসিসির এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইসিসির বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে ওভার প্রতি সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বিধান অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট জরিমানা করা হয় দলকে।
বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ নিষেধাজ্ঞা আরোপ করেন। ভারত নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছিল। ফলে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট থেকে ২টি পয়েন্ট কাটা হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা দোষ স্বীকার করায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে শুনানির প্রয়োজন হয়নি।
সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৪৫ রান করে ভারত। বিপরীতে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করে। এতে তাদের লিড থাকে ১৬৩ রান। দ্বিতীয় ইনিংসে ভারতকে মাত্র ১৩১ রানে আটকে দেয় স্বাগতিকরা। ফলে ইনিংস পরাজয়ের পাশাপাশি ৩২ রানে হারের লজ্জা পায় ভারত। দুই ম্যাচ সিরিজে শেষ ম্যাচটি ৩ জানুয়ারি ক্যাপ টাউনে হবে।
বিডি২৪অনলাইন/এস/এমকে