ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি থার্টি ফার্স্ট নাইটে ঘিরে ফানুস ওড়ায়, আতশবাজি ফাটায় বা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরক আইনে মামলা করা হবে। রোববার (৩১ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
ঢাকায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হারুন। তিনি বলেন, থার্টি ফাস্ট নিয়ে নিষেধাজ্ঞা-নির্দেশনা দিয়ে ডিএমপি থেকে সার্কুলার জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা স্বত্বেও যদি কেউ ফানুস ওড়ায়, আতশবাজি ফাটায় বা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে তাহলে নির্দেশনা অনুযায়ী অ্যাকশন নেওয়া ছাড়া উপায় থাকবে না। থানায় থানায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা আইন মানবে না, ডিএমপির নির্দেশনা শুনবে না; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে