নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, নির্বাচনের পর বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যকলাপের দিকে সরকারের নজর রয়েছে। এ কর্মসূচির প্রভাব যেন জ্বালানির সাপ্লাই চেইনে না পড়ে সে প্রস্তুতি রয়েছেও।
রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার সেগুনবাগিচায় হেপাটাইটিস বি ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও করে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল। ফলে জ্বালানিতে ব্যাপকভাবে সাপ্লাই চেইনের ব্যাঘাত হয়েছিলো। এবার সে ধরনের নাশকতা এড়াতে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত জোট বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে, যেটা আঁচ করছি আমরা।
বিডি২৪অনলাইন/এন/এমকে