ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩

আগামী জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এ দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই। একই সঙ্গে গুপ্তহত্যা রোধে সতর্ক আছে গোয়েন্দা বাহিনী। রোববার (৩১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আগাম সতর্কতা নেই। বিএনপি সবসময় নাশকতা করে আসছে। তারা এগুলো করবেই। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলে তাদের (নাশকতাকারীরা) এসব কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলতে পারেনি।

আশা প্রকাশ করে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এদেশের জনগণ প্রতিহত করবে। তাদের কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেবে না। কেননা জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। দেশে এখন সব জায়গায় নির্বাচনমুখী উৎসবের আমেজ। কাজেই একটা সুন্দর নির্বাচন হবে, এটাই আশা করি। নির্বাচন করতে দেবে না কেউ বললেই তাতে দেশের জনগণ বসে থাকবে না। জনগণ আগামী তারিখে তাদের যে কাজ, সেটা অবশ্যই করবে বলে মনে করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর