সারা দেশে এ বছরে ৪০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪২ জনের প্রাণহানি ও ৪ হাজার ৭৭১ জন আহত-গুলিবিদ্ধ হয়েছেন। আর নির্বাচনী সহিংসতার ১৩৮টি ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)৷ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ এসেছে ৮৯টি। পুলিশ হেফাজতে ১৭ জনের এবং কারা হেফাজতে ১৬০ জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাতনামা হিসেবে ৩৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে ৬২টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৬৩ জন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা সুলতানা কামাল বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্র খুব বেশি মনোযোগী, এ কথা আমরা বলতে পারি না। যারা মানবাধিকার নিয়ে কথা বলেছে, তাদেরকে একটি বৈরিতায় জায়গায় নিয়ে গেছে সরকার। অনেক বেশি ডিফেন্সিভ কথাবার্তা বলেছে, আক্রমণাত্মক কথাবার্তা বলেছে। মানবাধিকার সুরক্ষার কোনো দায়দায়িত্বে নেই রাষ্ট্র। মানবাধিকার সুরক্ষার জন্য কখনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে