৭ মাসে ডলার পরিস্থিতি ভালো অবস্থানে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩

দেশে ডলার সংকট এখনো না কাটলেও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, কিছুটা সংকট রয়েছে। আশা করা যায়, আগামী - মাসের মধ্যে পরিস্থিতি ভালো অবস্থানে চলে যাবে।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ সব কথা বলেন। তিনি আরও বলেন, ডলার সংকটের কারণে জ্বালানি কাঠামো ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি দেশে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান মার্চের পর থেকে গরম মৌসুম শুরু হবে। তার আগে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে সেচ ব্যবস্থার জন্য একটা প্রস্তুতি ব্যাপকভাবে আছে সরকারের। এর পরবর্তীকালে বছর বিদ্যুতের যে চাহিদা ছিল, তার থেকে প্রায় গুণ বেড়ে যাবে। সেটার জন্য পরিকল্পিত একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরে বিদ্যুতের কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর