পঞ্চগড়ে দানেশ রহমান হত্যা মামলায় তার সৎভাই আবু বক্কর সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩১ ডিসেম্বর) বিকালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বড়ভাই দানেশ রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আবু বক্কর সিদ্দিক। গুরুত্বর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবীব বোদা থানায় আবু বক্কর সিদ্দিককে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে।
দানেশ রহমান বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার মৃত খতিরউদ্দীনের ছেলে। জমি সংক্রান্ত বিরোধে জেরে দানেশ রহমান তার বাড়িতে কুড়াল ও ছুরি আঘাত করেন আবু বক্কর সিদ্দিক।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক জানান, ঘটনার দিন আসামি তার বাড়ি থেকে একটি কুড়াল ও একটি ধারালো ছুরি নিয়ে দানেশ রহমানের বাড়িতে যায়। আসামিকে গ্রেফতারের পাশাপাশি কুড়াল ও ধারালো ছোড়া আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আলামতসহ আসামিকে আদালতে পাঠানো হয়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে