সাতক্ষীরার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরায় ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে একটি নৌকা ও জালসহ বিভিন্ন মালামাল।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সুন্দবনের নোটাবেকী অভয়ারণ্য খাল থেকে তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের জেহের গাজীর ছেলে জহুর গাজী, আব্দুর রহমান গাইনের ছেলে মোখলেছুর গাইন,মুজিবর রহমান গাজীর ছেলে রাশিদুল গাজী ও উপেন্দ্রনাথ গাইনের ছেলে নিমাই গাইন।
সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনে গহিন অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে অবৈধভাবে মাছ শিকার করছেন- এমন খবর পেয়ে নোটাবেকী স্টেশনের টহলরত সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় বন আইনে মামলা করা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে