ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৮ মার্চ) সিংহভাগ শেয়ারের দরপতনে সব সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে বুধবারের তুলনায় সাড়ে ১৩ কোটির বেশি টাকা কমেছে লেনদেন।শেয়ার লেনদেন হয় ৩৬০টি কোম্পানির ।
এই কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৯টির,কমেছে ২৩৯টির এবং বাকি ৯২টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৬৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বুধবার এই লেনদেনের পরিমাণ ছিল ৬৯৮ কোটি ৮৬ হাজার টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে প্রায় ১৩ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকা। ১৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৫৩১টি শেয়ার এক লাখ ৫৯ হাজার ১৫৭ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।
প্রধান সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ৭১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৩৪ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে এক হাজার ২৪৭ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে দুই হাজার ৭৩ দশমিক ৮৯ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন ৬ হাজার ৪১৬ কোটি ৫২ লাখ ২১ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৭২ হাজার ৯৭ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল আজিজ পাইপস লিমিটেড।
এমকে