সাতক্ষীরার সীমান্ত থেকে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় আট পিস স্বর্ণের  বার রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে  উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১১৬ দশমিক ৬৪০ মিলিগ্রাম। এর  বাজার দর আনুমানিক ৮৬ লাখ ৫০ হাজার টাকা। সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন  সংবাদ পেয়ে সেখান থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসের জমা দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর