জাল স্বাক্ষরে রাজস্ব তহবিলের প্রায় ৫ লাখ টাকা উত্তোলন!

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জানুয়ারী ২০২৪

 

সাতক্ষীরার তালায় জাল স্বাক্ষরের মাধ্যমে উপজেলা পরিষদের ব্যাংক অ্যাকাউন্ট  থেকে রাজস্ব তহবিলের  লাখ ৯০ হাজার ৭২০ টাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে অফিস সহায়ক পান্নাকে নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক।

 

অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করা চেক দিয়ে এ টাকা উত্তোলন করেন পান্না কুমার রায়। ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে টাকা উত্তোলন করা হয়। ২৭ ডিসেম্বর ব্যাংকের তথ্য বিবরণীতে বিষয়টি ধরা পরে।

 

তালা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু জাল স্বাক্ষরের বিষয়টি এড়িয়ে যান। ব্যাংকে এসে সরাসরি সাংবাদিককে কথা বলার অনুরোধ জানান তিনি।

 

নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে অফিস সহায়ক পান্না রায় বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথার ঘটনা  স্বীকার করেন।

 

তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, অফিস সহায়ক পান্না ব্যংক থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেছে বলে শুনেছি। এ বিষয়ে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে জানি। বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের  প্রস্তুতি  চলছে।

 

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ঘটনাটি মিথ্যা গুজব বলে সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন প্রতিবেদককে অফিসে এসে সরাসরি কথা বলার অনুরোধ জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর