রাজধানীর অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারী ২০২৪

ঢাকা মহানগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র আছে মোট   হাজার ১৪৬টি। এর মধ্যে অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৪৭৮টি।

সোমবার ( জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বাইরে বিজিবি-আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে মুহূর্তে কোনো জঙ্গি তৎপরতা না থাকলেও কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে, বলেন ডিএমপি প্রধান। জানান,  কিছু কিছু গোষ্ঠী নাশকতা সৃষ্টি করছে। তদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে। পুলিশ ও সাধারণ জনগণ মিলে তাদের অপতৎপরতা রুখে দেবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর