দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ভোট পড়ার হার দুই ঘণ্টা পরপর জানা যাবে। নির্বাচনী ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপের মাধ্যমে এ তথ্য জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ জানুয়ারি) ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, দুর্গম অঞ্চল থেকে কোনো কারণে ফলাফল পাঠাতে না পারলে ভোটের পার্সেন্টেজে গরমিল হয়ে যেতে পারে। তাই কেন্দ্রভিত্তিক ফলাফল পাওয়া গেলেও কেন্দ্রীভূত ফলাফল পাওয়া যাবে না এ অ্যাপে। তাছাড়া কোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায়, সেটাও জানা যাবে এখানে। ভোটের দিনে দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এন/এমকে