পঞ্চগড়ের শীতটা যে কতটা জেঁকে বসেছে, সেটা বুঝা যায় আবহাওয়া অফিসে রেকর্ড করা তাপমাত্রার দিকে তাকালে। সোমবার (১ জানুয়ারী) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে। এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে জেলার বিভিন্ন ফুটপাতের দোকানগুলোতে।
তীব্র শীতে কেবল মানুষের ভোগান্তি বাড়ছে এমনটা নয়, গবাদি পশুরাও ঠান্ডায় যেন জড়োসরো হয়ে গেছে। সোমবার কুয়াশায় আচ্ছন্ন থাকতে দেখা যায় শহর ও গ্রামের বিভিন্ন জনপদ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। সকাল থেকে দুপুর হলেও মিলেনি সূর্যের দেখা।
স্থানীয়রা জানায়, হিমালয় থেকে ঠান্ডা বাতাস বয়ে আসায় এখানে শীতের প্রকোপ একটু বেশি। সন্ধ্যা থেকে খুব ঠান্ডা বিরাজ করছে। যতই দিন যাচ্ছে, ততই ঠান্ডা বাড়ছে।
জানা গেছে, বড় বড় মার্কেট ও শপিংমলে শীতের কাপড়ের দাম বেশি। এ কারণে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা শীতের কাপড় কিনতে ভিড় করেছেন ফুটপাতে। তাদেরই একজন শাজাহান জানান, এক সময়ে মার্কেট থেকেই শীতের জামা কাপড় কিনতাম। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখন আর অর্থনৈতিকভাবে কুলিয়ে উঠতে পারছি না। এ জন্য ফুটপাত থেকে কম দামে শীতের কাপড় কিনতে এসেছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, এ মাসে বাতাস ও কুয়াশা বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। রোদ কম, এ জন্য ঠান্ডাও বেশি অনুভূত হচ্ছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে