মন্তব্য
নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা এলাকায় অগ্নিকান্ডে পুড়ে মারা গেছেন শারীরিক ও বাক প্রতিবন্ধী বাবর আলী (৪৫)। শুক্রবার (১৯ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা- মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। বাবর রামপুরা এলাকার নায়েব আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বাবর আলীর ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের আগেই আসবাবপত্রসহ ঘরটি পুড়ে যায়। এরপর ওই ঘর থেকে বাবর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। তারা জানান, বৃহস্পতিবার রাতে বাবর আলী টিনের ঘরটিতে একাই ঘুমিয়ে ছিলেন। পরিবারের সদস্যরা অন্য ঘরে ছিলেন।
এফকে/এমকে