আরও তিনদিন লিফলেট বিতরণ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারী ২০২৪

দেশব্যাপী নিজেদের গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন চালিয়ে যাবে বিএনপি। সরকারের পদত্যাগ, জানুয়ারির নির্বাচন বর্জন, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধীদলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন ইস্যূতে এ কর্মসূচি দিয়েছে দলটি।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ সময় বাড়ানোর ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি বলেন, ভোট বর্জন অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করতে সারাদেশে , জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি সমমনা দলগুলো।

গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি দেয় বিএনপি। এর মধ্যেই  কর্মসূচি চালিয়ে যাওয়ার সময় বাড়ানোর ঘোষণা দিল দলটি।

 

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর