মন্তব্য
দেশব্যাপী নিজেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন চালিয়ে যাবে বিএনপি। সরকারের পদত্যাগ, জানুয়ারির নির্বাচন বর্জন, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধীদলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন ইস্যূতে এ কর্মসূচি দিয়েছে দলটি।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ সময় বাড়ানোর ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করতে সারাদেশে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি ও সমমনা দলগুলো।
গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দেয় বিএনপি। এর মধ্যেই কর্মসূচি চালিয়ে যাওয়ার সময় বাড়ানোর ঘোষণা দিল দলটি।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে