অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন রাব্বি

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৪

১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মিশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন এশিয়া কাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। মূলত সদ্য জয়ী এশিয়া কাপের দলটাই খেলবে এ আসরে।

মিরপুরে যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলে অধিনায়কের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন। ১৫ সদস্যের মূল দলের সাথে পাঁচজনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে যুবাদের প্রথম প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফিউজ্জামান, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসী সিদ্দিকি এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই হিসেবে আছেন- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ এবং আকান্ত শেখ।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর