৫-৯ জানুয়ারি চাটমোহরে জনসভা ও মিছিল নিষিদ্ধ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০২ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ নির্বাচনি এলাকায় ভোটের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ আসনের সংসদ সদস্য পদের প্রার্থীরা। গণসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি করছেন নির্বাচনী সভা। এদিকে ৫ জানুয়ারি সকাল ৮ টা থেকে ৯ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত পাবনা জেলার সব ক’টি আসনের নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে এ নিষেধাজ্ঞা আরোপ করেন পাবনা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ম.আসাদুজ্জামান। এ বিষয়ে গত ৩১ ডিসেম্বর তার দফতর থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখসহ গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কর্মসূচিতে যোগদান করা যাবে না।

পাবনা জেলায় সংসদীয় ৫টি আসন রয়েছে। ওদিকে পাবনা-৩ আসনে এবারের নির্বাচনে দুই হালি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ মানুষ বলছেন, ভোটের লড়াই হবে দুই প্রার্থীর মধ্যে। এদের একজন হলেন টানা ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মো.মকবুল হোসেন, অপরজন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ মাস্টার।

আব্দুল হামিদ মাস্টার এমপি প্রার্থী হওয়ার আগে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। চাওয়ার পরও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি জেলা আওয়ামী লীগের এ নেতা। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলের কোনো নিষেধাজ্ঞা না থাকায় ও এলাবাসীর প্রত্যাশার জায়গা থেকে তিনি প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।   

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর