পাবনার
চাটমোহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত এক শিশু দুর্ঘটনার কয়েক ঘণ্টার মাথায়
মারা গেছে। পিঠা নিয়ে খেতে খেতে একাই নিজেদের বাসার ছাদে গিয়েছিল সে । সোমবার (১ জানুয়ারি) বিকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাত বছর বয়সী ওই শিশুর নাম তাছলিমা সুলতানা মেঘা, সে জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে।
এলাকাবাসী জানায়, মেঘারদের বাড়িতে এদিন শীতের পিঠার আয়োজন ছিল। পিঠা খেতে খেতে সে কখন ছাদে গেছে, সেটা কেউ খেয়াল করেনি। সে যখন ছাদ থেকে পড়ে যায়, তখন ছাদে কেউ ছিল না; ছাদে নিরাপত্তা রেলিং বা প্রাচীর ছিল না। সে যখন পড়ে যায় তখন বিকাল সাড়ে চারটা-পাঁচটা।
এদিকে বিদ্যুৎ নামের এক পথচারী শব্দ শুনে পিছনে ঘুরে শিশুটিকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে। এরপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যায় সে।
বিডি২৪অনলাইন/সি/এমকে