মন্তব্য
হঠাৎ করেই শীত জেকে বসেছে সারা দেশে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সৈয়দপুরে। শীতের এ অবস্থা বুধবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভবনা আছে। তবে বুধবারের পর তাপমাত্রা বাড়বে। ওদিকে ১০ জানুয়ারির পর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
জানা গেছে, বর্তমানে রংপুর বিভাগের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবারের পর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। ১০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমবে না, শৈত্যপ্রবাহও হওয়ার সম্ভবনা নেই। জানুয়ারি মাসে ১ থেকে ২টা শৈত্যপ্রবাহ হতে পারে। এবার দেশের উত্তরপশ্চিম অঞ্চল, উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে