বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারী ২০২৪

দুই অর্থবছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেশে রেমিট্যান্স বেড়েছে। ৬ মাসের তুলনায় বৃদ্ধির পরিমাণ মাসে ৩০ কোটি ৫২ লাখ ডলার বেশি।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এসেছে এক হাজার ৭৯ কোটি ৮৬ লাখ ডলার। আগের অর্থবছরে এসেছিল এক হাজার ৪৯ কোটি ৩৪ লাখ ডলার। সেই হিসাবে রেমিট্যান্স আয় বেড়েছে। চলতি বছরের এ সময়ের মধ্যে বেশ কিছু ঋণ যোগ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ৬ মাসের মধ্য জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে প্রায় ১৬০ কোটি ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ লাখ ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ডলার এবং সবশেষ ডিসেম্বর ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

গত অর্থবছরে ৬ মাসে আসা রেমিট্যান্সের মধ্যে জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ এবং ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছেন, সদ্য বিদায়ী ডিসেম্বরে মাসে  গড়ে দৈনিক এসেছে কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স। ডিসেম্বরে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বাকি ডলার এসেছে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে

বিডি২৪অনলাইন/ই/এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর