রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা: অ্যানচেলত্তি

নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারী ২০২৪

ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরোদের সফলভাবে পরিচালনা করেছেনডন কার্লোখ্যাত অ্যানচেলত্তি। তাই  ব্রাজিলের ফুটবল ভক্তদের প্রত্যাশা ছিল চুক্তির মেয়াদ শেষে ব্রাজিল দলে আসবেন তিনি। ব্রাজিলে আসার বিষয়ে কথাও হয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন ও তার মধ্যে। কিন্তু তাদের হতাশ করে দিয়ে এ ইতিলিয়ান কোচ বলেছেন, রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতে পারতাম।

রিয়াল মাদ্রিদের সঙ্গে আগের চুক্তি আচমকাই ২০২৬ পর্যন্ত নবায়ন করেছেন অ্যানচেলত্তি। চুক্তি নবায়নের বিষয়টি ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এদিকে অ্যানচেলত্তি ব্রাজিল দলে যোগ না দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদোকে সরিয়ে দেওয়া। কেননা তিনিই অ্যানচেলত্তিকে দলে আনার ব্যাপারে কাজ করছিলেন। রিও ডে জেনিরোর এক আদালতের রায়ে তাকে সরিয়ে দেওয়ার আদেশ করা হয়।

মঙ্গলবার ( জানুয়ারি) এসব ইস্যুতে কথা বলেছেন কার্লো অ্যানচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি।  জানান, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু আমার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। সেটি সবসময়ের জন্যই। ব্রাজিলের সঙ্গে কথা হওয়ার বিষয়ে আমি গর্বিত।

রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে আনচেলত্তির। মেয়াদ শেষ হওয়ার আগেই সে চুক্তি আরও বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন তিনি।  এদিকে আনচেলত্তি না আসায় এবার নতুন কোচ খোঁজার দিকে মন দিচ্ছে ব্রাজিল।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর