পঞ্চগড়ে নাশকতার মামলায় জামায়াতের আমীর গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
০৩ জানুয়ারী ২০২৪

পঞ্চগড়ে আবুল বাশার বসুনিয়া (৪২) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপরীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী প্রধানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল বাশার বসুনিয়া দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্বে রয়েছেন। রামগঞ্জ বসুনিয়া পাড়া এলাকার গাজী বসুনিয়ার ছেলে।

জানা যায়,  বুধবার দুপুরে চতুরাডাঙ্গী প্রধানপাড়া এলাকায় জনৈক ব্যক্তির জানাযা নামায শেষে শাহিনুর রহমানসহ মোটরসাইকেলে ফিরছিলেন আবুল বাশার বসুনিয়া। পথে সাদা পোশাকের দুইজন তাদের থামাতে বলেন। মোটরসাইকেলটি থামালে পিছন থেকে আরো কয়েকজন এসে তাকে গ্রেফতার করেন।

পুলিশ বলছে, লক্ষীরহাট এলাকায় নাশকতা, সড়ক অবরোধের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর