জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারী ২০২৪

বৃহস্পতিবার ( জানুয়ারি) জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ( জানুয়ারি) ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বৃহস্পতিবার ( জানুয়ারি) আমাদের শেষ নির্বাচনী জনসভা। এবার নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। আর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশের ৫০ জন সংবাদকর্মী এসেছেন। সংখ্যা আরো বাড়তে পারে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর