মন্তব্য
নির্বাচনের মাঠ নির্বাচনের কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে বলেই মনে করছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। সঙ্গে বলেছেন, যেখানেই অনিয়মের অভিযোগ আসবে, সেখানেই অ্যাকশন নেওয়া হবে।
বুধবার (৩ জানুয়ারি) ঢাকায় আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, ইসির যতো আয়োজন, সব নির্বাচন ঘিরে। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সেনাবাহিনীকে নামানো হয়েছে। নির্বাচনে কোনো বিতর্ক তৈরি করতে চাই না আমরা। জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন করা ইসির নৈতিক দায়িত্ব। ভোট উৎসবমুখর ও সুন্দর হবে। ভোটকেন্দ্রে অনেক ভোটার আসবে বলে আশা প্রকাশ করেন এ কমিশনার।
বিডি২৪অনলাইন/এন/এমকে