মন্তব্য
নওগাঁর রাণীনগরে ৯জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে তাদের হাতে এ চেয়ার ধরিয়ে দেওয়া হয়।
এদিকে একই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১২ জনকে ২৪ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৬ জনকে সুদমুক্ত ১২ লাখ ১৩ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়।
সমাজসেবা অফিসের আয়োজনে এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে