পাটকেলঘাটায় জমি জবর দখলের অপচেষ্টা

Super Admin
০৩ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরা পাটকেলঘাটায় বায়নাকৃত একটি জমি জবর দখল করার অপচেষ্টা চলছে। এ বিষয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। বুধবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জমি জবর দখলের অপচেষ্টার বর্ণনা দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।

পাটকেলঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বায়নাকারী পাটকেলঘাটা এলাকার  মাওলা বস্কের ছেলে সোহারব মোড়ল। তিনি বলেন, রাজেন্দ্রপুর মৌজায় ২৬২নং দাগে তার চাচা মোফাজ্জল হোসেন বুলুর তিন বিঘা জমি তিনি বায়না করেন। প্রায় ৩৩ বছর আগে ১২ লাখ টাকা দিয়ে বায়না করা হয়। বায়নার কয়েকবছর পরে মোফাজ্জল হোসেন মারা যায়, তখন থেকে সেই জমিতে চাষাবাদ করছেন তিনি। কিন্তু হঠাৎ করে বুধবার সকালে একই এলাকার আব্দুর রহমান, পাইলট, আশিকুজ্জামান, শফিকুজ্জামান,শামীম হোসেন,শহিদুজ্জামান, আনিছুজ্জামান, খান হোসেন সেই জমি জোরপূর্বক জবর দখল করতে আসে। বিষয়টি তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রশাসনকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে  আরও জানানো হয়, বর্তমানে অভিযুক্তরা জমি দখলসহ সোহারব মোড়ল খুন-জখমের হুমকি-ধামকি দিচ্ছে। এমন অবস্থার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

এদিকে পাটকেলাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, বিষয়ে লিখিত  অভিযোগ পেলে তদন্ত করে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর