রোজায় স্থিতিশীল থাকবে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৪

রমজান মাসে বেশিরভাগ পণ্যই দেড় থেকে দুই গুণ বেশি চাহিদা থাকে। আগামী রমজানে বর্ধিত চাহিদা মেটাতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় আশা করছে, আগামী রোজায় স্থিতিশীল থাকবে নিত্যপণ্যের দাম। পণ্যের যথেষ্ট যোগান দিতে পারলে ভোক্তারা দামের ক্ষেত্রে সুবিধা পাবেন।

বুধবার (৩ জানুয়ারি) ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়। সভা শেষে নিত্যপণ্য স্থিতিশীল রাখার বিষয়টি সাংবাদিকদের জানান বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিব জানান, চাঁদ সাপেক্ষ আগামী ৯ মার্চ রমজান শুরু হতে পারে দেশে। এ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সভার মূল উদ্দেশ্য- রমজানের সময় বাজারে তেল, চিনি, চাল, ছোলা, খেজুর পেঁয়াজসহ যেসব পণ্যের বেশি চাহিদা থাকবে, সেগুলোর মজুত ও আমদানির পরিমাণ কী, চাহিদা যোগানের ভারসাম্য কতটুকু; সেটা দেখা। ব্যবসায়ীদের আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা  আছে কি না, বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সচিব বলেন, রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি করতে ব্যবসায়ীরা যাতে সহজে এলসি খুলতে পারেন, সে জন্য অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। পণ্যের যথেষ্ট যোগান দিতে পারলে ভোক্তারা দামের ক্ষেত্রে সুবিধা পাবেন। রমজানে খুব ভালোভাবেই খেজুর, পেঁয়াজ, ভোজ্যতেল ও চিনিসহ নিত্য খাদ্যপণ্য সরবরাহ করতে পারবো বলে আশা করছি।

সচিব তপন কান্তি ঘোষ জানান, রমজানের প্রথম সাতদিন ভোক্তারা একটু বেশি কেনাকাটা করেন। কারণে দাম একটু বেশি হয়ে যায়। ভোক্তারাও বিষয়ে সচেতন থাকবেন বলে আশা করেন তিনি।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর