২০ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ফেরেশতে’। এ সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরও আছেন- রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
জানা গেছে, এ সিনেমা গত নভেম্বরে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এ উৎসবে ‘ফেরেশতে’ এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি। ২০ জানুয়ারি বিকেল ৪টায় রয়েছে উৎসবের উদ্বোধনী আয়োজনের পর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
যৌথভাবে এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। সিনেমায় বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য ফুটিয়ে তোলো হয়েছে বিশেষভাবে।
বিডি২৪অনলাইন/ই/এমকে