জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৪

আফগানিস্তান আর বাংলাদেশের কাছে হার, আইসিসির নিষেধাজ্ঞা সবমিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে শেষ কিছুদিন মোটেই ভাল যায়নি। তাই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বড় ধরণের পরিবর্তন এনে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসলি)

সিরিজে দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ বিশ্বকাপ খেলা আট ক্রিকেটার।  দলে আসা-যাওয়ার মধ্যে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসের উপরেই ঝড় এসেছে প্রথমে। এছাড়া কুশল পেরেরা, কাসুন রাজিতা, দিমুথ করুনারত্নে, দুশান হেমন্ত, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা লাহিরু কুমারাও আছেন বাদ পড়ার তালিকায়। দলে জায়গা হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার। এ তালিকায় আছে দাসুন শানাকা, আভিষ্কা ফার্নান্ডো, আকিলা দনাঞ্জয়া, সাহান আরাচ্চিগে নুয়ানিদু ফার্নান্ডো। দলে ফিরলেও অধিনায়কের পদে রাখা হয়নি শানাকাকে।

১৭ সদস্যের দলে জায়গা পাওয়ার মধ্যে দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটছে জানিত লিয়ানাগের। এর আগে আন্তর্জাতিক ৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গোটা সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। সহকারি অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কার ঘাড়ে।   

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচ্চিগে, নুয়ানিদু ফার্নান্ডো, দাসুন শানাকা, জানিত লিয়ানাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, জেফরি ভ্যান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর