আত্রাই-রাণীনগর আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থী-কর্মী-সমর্থকরা

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৪ জানুয়ারী ২০২৪

ছবি প্রতিনিধি

নওগাঁ- (আত্রাই-রাণীনগর) আসনে জমে ওঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার-প্রচারণা। রাত-দিন প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ছুটে চলেছেন ভোটারের কাছে। চলছে জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা। যেনো নাওয়া-খাওয়ার সময় নেই এখন তাদের হাতে।

এদিকে কে জিতবে এ আসে সেটা নিয়ে হাটে বাজারে, চা-স্টল পাড়া-মহল্লায় চলছে আলোচনা ঝড়। এবার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। এর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হতে পারে নৌকা ও ট্রাকের মধ্যে, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা।

জানা গেছে, আসনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আনোয়ার হোসেন হেলাল (নৌকা), জাতীয় পার্টির আবু বেলাল জুয়েল (লাঙ্গল), তৃনমূল বিএনপির পি.কে আব্দুর রব (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির যুগ্ন মহাসচিব খন্দকার ইন্তেখাব আলম রুবেল (আম) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির সরদার মো: আব্দুস সাত্তার (ডাব)। আর  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যান বিষয়ক সম্পাদক ওমর ফারুক সুমন (ট্রাক), রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী (কাঁচি) আওয়ামী লীগ সমর্থক প্রকৌশলী জাহিদুল (ঈগল)

ভোটাররা বলছেন, নির্বাচনী প্রচার প্রচারণায় -৪ জন প্রার্থী মাঠ দাপিয়ে চলেছেন। এছাড়া অন্য প্রার্থীরা এলাকায় পোস্টার-ব্যানার এবং মাইকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ দলীয় একাধিক নেতাকর্মী জানান, বিএনপির ঘাটিখ্যাত আসনে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত নৌকার বিপরীতে কোন প্রার্থীই জয়লাভ করতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে নিজ দলের মধ্যে নেতাকর্মীরা বিভক্ত হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্য প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে সাধারণ ভোটার তৃনমূল পর্যায়ের কর্মীরা পড়েছেন দ্বিধা-দ্বন্দ্বে। ফলে নৌকার বিজয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপি বলেন, গত উপনির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে সন্ত্রাস,চাঁদাবাজী বন্ধসহ সাধারণ মানুষ যেন সুখে-শান্তিতে এবং নিরাপদে থাকতে পারেন, সে লক্ষে কাজ করে এসেছি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটাররা আবারো বিপুল ভোটে নৌকা মার্কাকেই বিজয়ী করবে। ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে এবং ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর