নীলফামারীর ডোমারে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দুই সাংবাদিককে স্থানীয় প্রেসক্লাব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। অভিযুক্তরা হলেন- ডোমার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ঊষার বাণী ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ডোমার প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু এবং অর্থ সম্পাদক দৈনিক ভোরের দর্পন পত্রিকার ডোমার প্রতিনিধি রবিউল হক রতন।
বুধবার (০৩ জানুয়ারি) রাতে ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন এবং সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা স্বাক্ষরিত এক প্রেস রিলিজে তাদের বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদাবাজি মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে গত ২৮ ডিসেম্বর তাদের জেলহাজতে পাঠায় আদালত। এছাড়া তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা রয়েছে। এসব কারণে ডোমার প্রেসক্লাবেরসব সদস্যের সম্মতিক্রমে ক্লাবের পদ-পদবীসহ প্রাথমিক সদস্য পদ থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মামলার আরেক আসামি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চলের সাথে প্রেসক্লাবের কোনো সম্পৃক্ততা নেই বলে জানায় প্রেসক্লাব নেতারা।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে