দেশে বিদ্যুৎ ও জ্বালানি দুইটারই পরিস্থিতি ভালো। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছরে বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ঢাকার সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। মার্চ-এপ্রিল-মে-জুন মাসে... সামনের বছর বিদ্যুতের চাহিদা এ বছর থেকে ৮ থেকে ১০ শতাংশ বাড়বে। বড় বিষয় এ বিষয়টাকে সামনে ধরে সেভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকিটা নির্ভর করছে বহির্বিশ্বের ওপর। বহির্বিশ্বে জ্বালানি সংকট হলে বিপদে পড়বো আমরা। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার প্রস্তুত আছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এন/এমকে