ভোটের দিনসহ টানা ৪৮ ঘণ্টার হরতাল সারাদেশে

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৪

সারা দেশে ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার ঘণ্টার সর্বাত্বক হরতাল ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( জানুয়ারি) এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে জানুয়ারি হরতাল ডেকেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

হরতাল ঘোষণার আগে বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করতে দেশবাসী ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর