দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের দুই উপজেলায় ভোটগ্রহণ করা হবে ১১৪ ভোটকেন্দ্রে। এর মধ্যে ৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে ভোটগ্রহন সম্পন্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে আত্রাই উপজেলায় ২৮টি এবং রাণীনগর উপজেলায় ২২টি কেন্দ্র রয়েছে।
রাণীনগর উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তার উপজেলায় মোট ভোটার রয়েছে মোট ১ লাখ ৬০ হাজার ২০৭জন।
আত্রাই উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস জানান, এ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১৭ কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ এবং আরো ১১টি কেন্দ্র গুরুত্বপূর্ণসহ ২৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ)। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৬৬জন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহন শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে