দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না। বরং ভোট দিতে আসার জন্য তাদের বোঝানো হচ্ছে। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রাষ্ট্রদূতরা জানতে চেয়েছেন- নির্বাচনে ভোট দিতে যাওয়ার জন্য ভোটারদের সরকার বা নির্বাচন কমিশন থেকে ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কি না? এ প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান সিইসি নিজেই। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, তাদের বুঝিয়েছি- আমাদের দিক থেকে চাপ সৃষ্টির কোনো কারণ নেই। যখনই নির্বাচন করি, ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি যেটা দায়িত্বের অংশ। ভোটারদের বলি, ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা।
সিইসি বলেন, নির্বাচন নিয়ে কমিশনের লাস্ট অবস্থাটা তাদের ব্রিফ করা হয়েছে বৈঠকে। একটা স্টেটমেন্ট রিড আউট করেছি। বিদেশি দূতরা শুনেছেন, দুচারটা প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলো এসেছে- তার মধ্যে একটি, অভিযোগ কি পরিমাণ পাচ্ছি? অভিযোগ কত। তাদের জানিয়েছি, অভিযোগ ছোট বা বড় বিভিন্ন ধরনের হতে পারে। প্রায় ছয়শর মতো অভিযোগ পেয়েছি। এর মধ্যে প্রায় চারশর মতো অভিযোগ নিয়ে কাজ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে