কোনো অপশক্তি নৌকার বিজয় রুখতে পারবে না: মকবুল হোসেন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৪ জানুয়ারী ২০২৪

জানুয়ারি নির্বাচনী আচরণবিধি মেনে ভোট দিতে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন পাবনা- আসনের নৌকা প্রতিকের প্রার্থী মকবুল হোসেন। বলেছেন, নৌকাকে বিজয়ী করবেন। আল্লাহ যদি সহায় থাকে, তাহলে কোনো অপশক্তি নৌকার বিজয় রুখতে পারবে না।

বৃহস্পতিবার  ( জানুয়ারি ) চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় কথা বলেন। চাটমোহর আরসিএন এন্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বালুচরে এ জনসভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মো. মকবুল হোসেন। বর্তমান এমপিও প্রবীণ এ রাজনীতিবিদ।

নিজের ক্যারিয়ারের কথা তুলে ধরে মকবুল হোসেন বলেন, 'এটা আমার জীবনের শেষ নির্বাচন এর আগে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মো. মকবুল হোসেন জানান, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, এটা আমার পাওয়া। এটাই আমার শেষ নির্বাচনী বক্তব্য। এরপর আর কোনো দিন ভোট চেয়ে আপনাদের মাঝে বক্তব্য দিতে আসবো না।  


বক্তব্যে
তার ব্যক্তিগত ভুল দলের নেতাকর্মীদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন মকবুল হোসেন। বলেন, ‘আমার ব্যক্তিগত ভুল আমার নেতাকর্মীদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’  কোন দুর্নীতিবাজ ও অপশক্তির কাছে মাথানত না করতে এ সময় সবার প্রতি আহবান জানান মকবুল হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সহসভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির প্রমূখ।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর