নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির বয়কটের ব্যাপারে জাতিসংঘের কিছু বলার না থাকলেও সংস্থাটি নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছে। তিনি বলেছেন, জাতিসংঘ চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক।

ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন শুরুতেই বয়কটের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই সঙ্গে দলটি ভোট বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে আসছে।

বুধবার ( জানুয়ারি) ফ্লোরেন্সিয়া সোতো নিনোর কাছে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে বিষয়টি জানান তিনি।

বাংলাদেশের একটি পত্রিকার সাংবাদিক ফ্লোরেন্সিয়াকে প্রশ্ন করেন, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য ৪৪টি রাজনৈতিক দলের ২৮টির হাজার ৯৭০ জন প্রার্থী নির্বাচন করছেন। বিএনপি নির্বাচন বয়কটের কর্মসূচি দিয়েছে। জাতিসংঘের ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে কি?

জবাবে সংস্থাটির মুখপাত্র বলেন, ‘না আমাদের নেই। আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আশা করি নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে, এখন এতটুকুই বলার আছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর