উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আরেকবার নৌকা মার্কায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে টানা ১৫ বছর সরকার পরিচালনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহবান জানান শেখ হাসিনা। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে এমন ভাষণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন(ইসি।
ভাষণে শেখ হাসিনা বলেন, তার সরকারের দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন, তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না। ইতোমধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ভিত্তি স্থাপিত হয়েছে। এ দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, উন্নয়নশীল দেশের যাত্রাপথে যে চ্যালেঞ্জগুলো রয়েছে; সেটা একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মোকাবিলা করতে পারবে। দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করেছি।
সরকার পরিচালনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন বলেন, আবার সরকার গঠন করতে পারলে ভুলগুলো শোধরানোর সুযোগ পাব। ৭ জানুয়ারি ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন আমাকে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ- সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না।
বিডি২৪অনলাইন/এন/এমকে