সাতক্ষীরা সদর উপজেলায় ধলবাড়িয়া মাঠপাড়া এলাকায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর থেকে আরিফ বিল্লাহ নামে আট বছরের শিশুর কঙ্কালসার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বাবা ইয়াছিন আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আরিফ বিল্লাহর মায়ের ও দাদী দাবি, সন্তানকে নিজেই হত্যার পরে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে ইয়াছিন আলী।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। আরিফ বিল্লাহর মা রোকেয়া খাতুন জানান, তার স্বামী মাদকাসক্ত ও অস্ত্র মামলার আসামি। স্বামীর সঙ্গে তার প্রায়ই বাকবিতন্ডা হয়। মঙ্গলবার স্বামী তাকে মারপিট করলে আরিফকে নিয়ে তিনি তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান। এদিকে ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকালে আরিফকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন ইয়াছিন। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মোবাইল ফোনে খবর পান- তাদের বাড়ি আগুনে পুড়ে গেছে।
রোকেয়া খাতুন আরও জানান, খবর পারওয়ার পরে স্বজনদের নিয়ে তিনি স্বামীর বাড়িতে ফেরেন। এরপর জানতে পারেন, তার ছেলেকে ঘরের মধ্যে হত্যার পর দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়েছে তার স্বামী।
আরিফ বিল্লাহের দাদী মলুদা খাতুন জানান, ইয়াছিন তার ছেলেকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর সেখান থেকে তার মামার বাড়ি আগরদাড়িতে যায়। সেখানে তিনি তার ছোট ভাই মামুনের পোষা ময়না পাখির ডানা ছিঁড়ে মেরে ফেলে ও মামুনকে লাঠি দিয়ে পেটায়। তার মামা তুহিন ও খালা শেফালী তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাদেরকেও মারপিট করে ইয়াছিন। এরপর সবাই মিলে ইয়াছিনকে ছিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। ছেলেটির দেহ পুড়ে কঙ্কাল হ্ওয়ায় তাকে চেনা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে