দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিনে নাশকতাকারীদের পরিকল্পনা ইতোমধ্যেই জেনে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের পরিকল্পনা বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। শুক্রবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আইজিপি বলেন, নাশকতাকারীদের সেই পরিকল্পনার তথ্য আমরা পেয়েছি। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। এ ধরনের ভীতির সঞ্চার তারা করতে পারবে না বলেও আশা করছেন আইজিপি।
নাশকতার পরিকল্পনার বিষয়ে আইজিপি আরও বলেন, পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ নাশকতা করতে পারবে না। তবে দু-এক জায়গায় চোরাগোপ্তা কিছু করতে পারে। এর আগেও সারাদেশে নাশকতার চেষ্টা হয়েছিল, তবে কোথাও সফল হতে পারেনি তারা। সবাই মিলে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো৷ হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান বলেন, ভোট ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে ফলাফল ভালো হবে না। যারা এসব করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে